বিগত ২৭ শে আগস্ট ২০২২, শনিবার নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে কাইক্কাপুর উচ্চ বিদ্যালয় এবং শাহ চিল্লামারী প্রাথমিক বিদ্যালয়ে রোটারির ৭ টি ফোকাস এরিয়ায় মোট ১১ টি জয়েন্ট প্রজেক্ট করা হয়েছে। রোটারি ক্লাব অফ ধানমণ্ডি সেন্ট্রাল সহ মোট ১০৩ টি ক্লাব এতে অংশগ্রহণ করেছে। প্রজেক্টগুলো হলোঃ ১। নিরাপদ সড়ক সচেতনতা, ২। স্তন ক্যান্সার সচেতনতা র্যালী, ৩। স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার, ৪। কিশোরীদের মাসিককালীন সতর্কতা সেমিনার, ৫। কম্পিউটার বিতরণ, ৬। স্কুল শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ, ৭। ফোরওয়ে টেস্ট প্রমোশন, ৮। মা ও শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৯। অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্পে সচেতনতা বিষয়ক সেশন, ১০। আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনলী, ১১। অনলাইনে ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক সেমিনার